তেলবাজি!
নেতা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেনঃ
"আজকে
ঠান্ডা
পানি
দিয়ে
গোসল
করলাম"
অতঃপর
তেলবাজ
কর্মীরা:
কমেন্ট
১:
স্যালুট
বস
আপনাকে
কমেন্ট ২:
অসাধারণ
ভাই,
আপনি
থাইমেন
না,
এগিয়ে
যান
কমেন্ট
৩:
যখন
দেশব্যাপী
মানুষ
গোসলের
বিরুদ্ধে
কথা
বলছে,
সেখানে
আপনি
স্রোতের
বিপরীতে
গা
ভাসিয়ে
গোসল
করলেন,
দুর্দান্ত। আপনিই পারবেন বস, আপনাকে দিয়েই সব হবে।
কমেন্ট ৪: এটা দলের অনন্য ও বিরল কৃতিত্ব
কমেন্ট ৫: শেয়ার দিলাম ভাই , যে কাজ করেছেন তা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে, জনতারে জানাইতে হবে
কমেন্ট ৬: ভাই আপনি অসাধারণ! আপনি নোবেল পাওয়ার যোগ্য
কমেন্ট ৭: দেখো পুরো বিশ্ব! দেখো সাইবেরিয়া! আমরাও পারি ঠান্ডা পানিতে গোসল করতে।
কমেন্ট ৮: আপনাকে সরকারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হোক। সংবর্ধনা না দিলে কালকেই প্রেসক্লাবের সামনে আন্দোলন। লিডার আমি ইভেন্ট খুলে ফেলেছি অলরেডি। আপনি জয়েন করুন
কমেন্ট ৯: পাষণ্ড শীতের ধমকানো প্লাবন ডিঙিয়ে রজনীর নিশি ডিঙিয়ে ওরে তোরা সবাই নেতার আদর্শে অনুপ্রাণিত হয়ে গোসল কর পবিত্র হ
কমেন্ট ১০: বিশ্বাস করবেন ভাই, আপনার গোসল করার খবর শুনে চোখে পানি চলে আসছে আপনাদের মত কিছু সাহসী লোক আছে বলেই এখনো বেঁচে আছি
কমেন্ট ১১: বিরোধী দলের কেউ এই কৃতিত্ব দেখাতে পারেনি
কমেন্ট ১২: আসুন আমরা গরম পানিকে না বলে মহান নেতাকে অনুসরণ করি।
কমেন্ট ১৩: আপনি দেশের গর্ব লিডার
কমেন্ট ১৪: লিডার গোসলটা আসলে কতদিন পর করেছেন?
কমেন্ট ১৫: শীতকালে গোসল না করা কর্মীদের কাছে আপনি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন লিডার
কমেন্ট ১৬: যে সাহসিকতার মিনার জ্বালিয়ে গেলেন বস, জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে
***আসুন সবাই আরো সচেতন হয়ে তেল মারি।
Saiful Islam Munshi
No comments