‘SPE চুয়েট স্টুডেন্ট চাপ্টারের’ নতুন কমিটি ঘোষণা


মোঃ আলাউদ্দিন, চুয়েট প্রতিনিধিঃ

পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বড় সংগঠন ‘Society of Petroleum Engineers (SPE)’ চুয়েট স্টুডেন্ট চাপ্টারের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে অদ্য ২১ জানুয়ারি পিএমই সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয় নতুন কমিটি ঘোষণা করেন পিএমই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জায়েদ বিন সুলতান

নতুন কমিটিতে সভাপতি হয়েছেন আবেদ ইনান চৌধুরী, সহ-সভাপতি হোসেন নাফিজুল মান্নান এবং সম্পাদক সামিউল তৌফিক সৌমিক এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে ইয়াছিন আরাফাত নির্বাচিত হয়েছেন

নতুন কমিটির সংবর্ধনা এবং পুরোনো কমিটির বিদায়ী উপলক্ষে অদ্য বিকাল ৫ টায় পিএমই সেমিনার কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সহকারী অধ্যাপক মো. জায়েদ বিন সুলতান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আদনান নূর আবীর, গাজী সালাহউদ্দীন ফারুক এবং আরাফ হাসান ঝিল অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বে ছিলেন মুশফিকা রহমান কথা

নতুন কমিটির ভবিষ্যত পরিকল্পনার উপর স্লাইড প্রেজেন্টশন করেন সদ্য সভাপতি আবেদ ইনান চৌধুরী ভবিষ্যত পরিকল্পনার মধ্যে রয়েছে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এর উপর জাতীয় কনফারেন্সের আয়োজন, প্রেজেন্টেশন কম্পিটিশন, মাড চেলেঞ্জ কনটেস্ট ইত্যাদি

প্রধান অতিথির বক্তব্যে মোঃ জায়েদ বিন সুলতান বলেন, SPE চাপ্টার যেহেতু শিক্ষার্থীদের, সুতরাং তাঁদেরই সবচেয়ে বেশি অংশগ্রহণ থাকতে হবে শুধুমাত্র কমিটির উপর নির্ভর করলেই চলবেনা প্রত্যেকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই ভালো কিছু করা সম্ভব হবে

অনুষ্ঠান শেষে এক গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে চুয়েট SPE স্টুডেন্ট চাপ্টারের নতুন ওয়েবসাইট তৈরি সম্পর্কে পরামর্শমূলক আলোচনা করা হয়No comments

Powered by Blogger.